স্টাফ রিপোর্টার
পণ্যের দাম বেশী রাখা ও খাদ্যে ভেজালের অপরাধে নগরীর শাহজালাল উপশহর ও আম্বরখানায় পৃথক অভিযান চালিয়ে ৩টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নগরীর শাহজালাল উপশহরস্থ ফিজা এন্ড কোম্পানিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ।
মূলত রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এ অভিযান চালায় দেশের আধা-বিচারিক সরকারি এ সংস্থাটি। রমজানে যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে, ওজনে হেরফের এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় নগরীর আম্বরখানায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমান করেছে সিলেট জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করে আম্বরখানা এলাকার বিসমিল্লাহ স্টোরকে ওজনে হেরফর করায় ৫ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় পানসি বাজারকে ৫ হাজার টাকা জরিমানা করে।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, বাজার মনিটরিং এর অংশ হিসেবে আম্বরখানার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজর টাকা জরিমানা করে হয়েছে। রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই অংশ নেয়।