হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

27

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জ লাখাই সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে সাইকেল দুটি। নিহতরা হলেন- লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নজরুল ইসলাম তুফান (২৪) এবং একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র স্বাধীন মিয়া (২৫)। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
তিনি জানান, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম তুফান নামে ওই যুবক। তিনি ইন্টারনেট সেবা দেয়া প্রতিষ্ঠান কার্নিভালে কর্মরত ছিলেন। পথিমধ্যে ভাদিকারা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বাধীন মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গ্রামের দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
এদেিক, সিলেট-ঢাকা মহাসড়কে ফের ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এতে একজনের প্রাণহানি ঘটেছে। মহাসড়কের হবিগঞ্জে মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ এলাকায় গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে মিন্নত আলী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৬টা দিকে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকা মেট্রো ট-২০-০১৮৬ নাম্বারের একটি ট্রাক পথচারী মিন্নত আলীকে ধাক্কা মেরে ব্রিজের রেলিংয়ের উপর উঠে যায়। এতে পথচারী মিন্নত আলী ঘটনাস্থলেই নিহত হন। তিনি মিন্নত আলী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম ভ‚ঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাককে জব্দ করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।