ভূতের মেলা :
ভূতের গল্প শুনব বলে
একলা জেগে রই;
চাঁদের আলোয় রাতের আকাশ
ভূতপ্রেতেরা কই?
বাঁশ বাগানে বসত করে
বুড়ি ভূতের ঝি,
খোকন সোনা হেসে বলে
করবে মোদের কী?
যতই বসুক ভূতের মেলা
চমকে উঠুক গা,
ডরের ছুটে কোনোদিনও
ধরব না তার পা!
দেশটা হলো হিরক রাজার
মেছো ভূতের না;
ভূতের ভয়ে ভীতু হলে
সাহস দেবেন মা!