হিরো আলমকে দেওয়া উপহারের ‘সেই গাড়ির’ ট্যাক্স বাকি সাড়ে ৪ লাখ টাকা!

6

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বগুড়ার দুটি আসনে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসের ওরফে হিরো আলমকে উপহার দেওয়া নোয়া মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো-চ ৫১-৪১০১) ১০ বছর ধরে অবৈধভাবে চালিয়ে আসছিলেন চুনারুঘাটের আলোচিত শিক্ষক এম মুখলিছুর রহমান।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হবিগঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এ তথ্য।
জানা গেছে, শিক্ষক মুখলিছুর রহমান উপহার হিসেবে হিরো আলমকে দেওয়া গাড়িটি ১৮০০ সিসির। এর সর্বশেষ ট্যাক্স দেওয়া হয়েছিল ২০১৩ সালের ১৮ মার্চ। ওই বছরের ১৫ জুলাই থেকে গাড়িটির ফিটনেস মেয়াদোত্তীর্ণ। ফলে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসেবে সরকারি ফি দিতে হবে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।
সুতরাং গত ১০ বছর ধরে গাড়িটি অবৈধভাবে পরিচালনা করছিলেন এম মুখলেছুর রহমান।
এ বিষয়ে বিআরটিএ হবিগঞ্জের সহকারি পরিচালক হাবিবুর রহমান জানান, গাড়ির লাইসেন্স নিয়মিত নবায়ন না করা হলে কত টাকা দিয়ে নবায়ন করতে হবে তা ব্যাংক হিসেব দিতে পারবে। ২০১৩ সাল থেকে যদি গাড়িটি মেয়াদোত্তীর্ণ হয় তাহলে বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়েছে।
এ বিষয়ে মাওলানা মুখলিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি গাড়িটি ৫ বছর ধরে কাগজ ছাড়া চালিয়েছেন। হিরো আলমও কাগজপত্র দেখে এবং সবকিছু জেনেই গাড়িটি নিয়েছেন।