ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আধুনিকায়ন প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান চায়নার নানজিং সী-হোপ কোম্পানির কাজে নিয়োজিত এক শ্রমিক বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বিকেলে ফ্যাক্টরিতে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
ছাদ মিয়া চৌধুরী (৫৫) সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানেরএকজন শ্রমিক। তিনি বিকেলে ফ্যাক্টরির কাটাবিল এলাকায় নতুন প্রকল্পে কাজ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন তিনি। ছাদ মিয়া চৌধুরী পৌর সভার পুর্ব নোয়ারাই এলাকার মৃত আছাব মিয়া চৌধুরীর পুত্র।
স্থানীয়রা জানান বিকেলে প্রকল্পের কাজে থাকাবস্থায় ভারী একটি বক্স তাঁর উপর পড়ে গেলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কাজে থাকাবস্থায় কোনো সেফটি ব্যবহার করা হয়নি বলেও স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত ছাদ মিয়া চৌধুরীকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক পৌর সভার কাউন্সিলর লিয়াকত আলী ও ছাদ মিয়া চৌধুরীর বড়ভাই বিজিবি’র অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার মেহেদী চৌধুরী।