মৌলভীবাজার প্রতিনিধি
ভারতে প্রবেশের সময় মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ সময় ৪ পুরুষ রোহিঙ্গা ভারতে প্রবেশ করলেও বিএসএফ তাদের আটক করেছে বলে জানা গেছে। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। আটক তিন রোহিঙ্গা হলেন- মিনারা বেগম (২০), ফরমিনা বেগম (২০), হামিমা বেগম (২০)। পুলিশ জানায়, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে ৩ নারীসহ ৭ রোহিঙ্গা কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ৪ রোহিঙ্গা পুরুষ ধলই সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেন। কিন্তু ৩ নারী সীমানা অতিক্রম করার আগে বিজিবি সদস্যদের হাতে আটক হন। তারা বৃহস্পতিবার ভোরে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসেন।
কক্সবাজারের উখিয়ার ১৪ ও ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, রাতে তারা ক্যাম্প থেকে পালিয়ে যান।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটক ৩ নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আর ভারতে প্রবেশ করা ৪ জনকে বিএসএফ আটক করেছে।