সাঈদুর রহমান লিটন

15

সুখে দুখে বাংলা ভাষা :

মায়ের মুখের মিষ্টি ভাষা
সোনার চেয়ে দামি,
ভাষা তো নয় মধুর সুধা
শুনি দিবসযামী।

মায়ের মুখের বাংলা ভাষা
অনেক কষ্টে পাওয়া,
রক্ত নদীর স্রোতের ধারা
বাংলাতে গান গাওয়া।

সুখে দুখে বাংলা ভাষা
সবার মুখে মুখে,
মায়ের চোখের অশ্রুকণা
ছেলে খোয়ার দুখে।

পাখিরা রোজ মধুর সুরে
বাংলাতে গান গায়,
পাখির গানে মধুর সুরে
কণ্ঠ মিলায় মায়।

এমন সোনার মায়ের ভাষা
ত্রিভূবনে আর নাই,
মায়ের মতোই বাংলা বলে
প্রচুর তৃপ্তি পাই।