দগ্ধ হৃদয় :
অনেক যাতনা মনের মাঝেতে
কাহারে বলিবো ভাই,
জীবন সাগরে দুখের তরিতে
ভাসিয়া চলেছি তাই।
জীবন যাতনা বাড়িয়া উঠিল
হারায় চলার গতি,
জ্ঞানের প্রদীপ নিভিয়ে যাচ্ছে
নেইতো বাঁচার মতি।
ক্ষণেক জীবনে যাতনা মনেতে
সইতে পারি না আজ,
বাঁচার আকুতি আশার স্বপনে
হারায় চোখেতে লাজ।
মরণে ঘুচিবে সকল যাতনা
পুষিয়া রেখেছি যাহা,
নীরবে নিভৃতে হারাবো যখন
কেমনে ভুলিবে তাহা।
যেদিন দেখবে ঘুমিয়ে পড়েছি
অতল সাগরে আমি,
বুঝবে সেদিন ছিলাম কত যে
তোমার কাছেতে দামি।