বাদলা দিনে

8

আহমেদ রুমন :

বাদল দিনে মেঘ জমেছে,
আকাশ ভরা কালো।
অন্ধকারে ঢাক পড়েছে,
সূয্যি কোথায় গেলো?

ঝাপসা ছলে দিন মাখা আজ,
আধার কাছে-দুরে।
মাঘের উপর মেঘ জমেছে
কালো রঙের ডোরে।

মাঝেমাঝে ঝড়ো হাওয়া
এপাশ ওপাশ বয়।
গাছগুলো সব এদিক থেকে
ওদিক গিয়ে নুয়।

দুর মাঠেতে দৌড়ে পালায়
কালো ছাগল ছানা,
বাদলা দিনে ঘর থেকে আজ
বাহির হতে মানা।