বিজয়ের মাস :
জয়ের নিশান ছিনিয়ে আনে,
বীর বাঙালির দল-
এই বিজয়কে আনতে অনেক,
বহে রক্তের ঢল।
কত আপন স্বজনের বুক,
হয়েছিল সেদিন খালি –
তাদের রক্তে এদেশ স্বাধীন,
গর্বিত বীর বাঙালি।
বিজয়ের মাসে বিজয় হাসি,
লাল সবুজের দেশে –
লক্ষ সালাম শ্রদ্ধা তাদের,
স্মরণ করি হেসে।
যায়নি বৃথা রক্ত তাদের,
সফল তাইতো মোরা –
বিফল হলো দুষমনেরা,
মোদের বিজয় সেরা।