লতিফিয়া ইসলামী সুন্নী যুব সংঘের আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

8

দক্ষিণ সুরমায় লতিফিয়া ইসলামী সুন্নী যুব সংঘ বৃহত্তর লালাবাজার অঞ্চলের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে ও আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পশ্চিম লালাবাজারস্থ সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
লতিফিয়া ইসলামী সুন্নী যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুহিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আনজুমানে আল ইসলাহর সহ সভাপতি মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন লতিফিয়া ইসলামী সুন্নী যুব সংঘের প্রচার সম্পাদক হাফিজ ময়নুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফিজ ওসমান আলী, অফিস সম্পাদক মোহাম্মদ আলী, সহ অফিস সম্পাদক হাফিজ কামরান আহমদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুস শহী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য হাফিজ ফয়জুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল বাকী, হাফিজ ইমরান আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাতিল আকিদার কাছে মাথানত না করাই হচ্ছে আহলে বাইয়াতদের আদর্শ। ইমাম হোসেন (রা:) মুনাফিক এজিদ বাহিনীর কাছে মাথানত করেননি। তিনি হুব্বে রাসূল (সা:)দের দেখিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত বাতিল আকিদা প্রকাশ হবে, তাদের বিরুদ্ধে মোমিনরা ইমান রক্ষার্থে জিহাদ করবে। বাতিলদের সকল অপকৌশল থেকে নিজেকে রক্ষা করতে সকল মুসলমানদের ইমানী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি