গোয়াইনঘাটে এসএসসিতে পাসের হার ৭৯.৮৬

36

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৩ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে। যার মধ্য থেকে ১০৯ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। পাসের হার ৭৯ দশমিক ৮৬ ভাগ।
এছাড়াও গোয়াইনঘাটে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ২’ শ ২৪ জন শিক্ষার্থীর মাঝে ১শ’ ৭৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ০১ভাগ।
আর সর্বোচ্চ ২২জন জিপিএ-৫ পেয়েছে আমির মিয়া স্কুল এন্ড কলেজ থেকে।
এছাড়াও ঘোড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৩জন, কুপার বাজার উচ্চ বিদ্যালয়ে ১১জন, ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ে ৫জন, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ে ৫জন, গোয়াইনঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭জন, পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে ১ জন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে ৫জন, সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ১জন, ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২জন, হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫জন, ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে ১১জন, আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ে ১জন, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে ৫জন, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ে ২জন, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২জন, দশগাঁও-নওয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজে ১জন, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ে ৭জন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে ১২জন, মনসুর মহসিন ডৌবাড়ি উচ্চ বিদ্যালয়ে ১জন এবং বারহাল আলীম মাদ্রাসায় ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শ্যামল কুমার রায়।