কাজী মারুফ
হেমন্তকাল ঋতুর কথা
সব বাঙালি জানে
এই ঋতুতে বসতবাড়ি
ভরা থাকে ধানে।
রৌদ্র হাসে ঝিলিক মেরে
ঠিক দুপুরের কালে
কৃষক-চাষি ক্ষেতে তখন
থাকে কর্মজালে।
নতুন চালের পিঠাপুলির
গন্ধ আসে নাকে
নবান্নেরই সুখ আমেজে
সবাই মত্ত থাকে।
শুভ্র রঙের শিশিরকণা
পড়ে সবুজ ঘাসে
কদিন পরে শীতের বুড়ি
কুটুম সেজে আসে।