গোলাপগঞ্জে বিদ্যুৎ ও সিম নেটওয়ার্কের ভেলকিবাজি

23

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে দুইদিন থেকে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আর এ সমস্যার কারণে উপজেলার সকল সিমের নেটওয়ার্কগুলোও প্রায় বিকল হয়ে পড়েছে। এক সাথে দুটি সমস্যার কারণে বিদ্যুৎ ও বিভিন্ন সিম কোম্পানির গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠছেন। গত (১৭এপ্রিল) বুধবার সকাল থেকেই শুরু হয় বিদ্যুৎ ও সিম কোম্পানির নেটওয়ার্কের ভেলকিবাজি। সন্ধ্যার পর কিছুটা সচল হলেও গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকেই আবার একই বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে উপজেলার বিভিন্ন বাসা বাড়ীতে পানি শূন্যতার পাশাপাশি সকল সিমের নেটওয়ার্ক বিকল হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ নির্র্ভরশীল সিমের টাওয়ারগুলোতে ব্যাটারী এবং জেনারেটর ব্যবস্থা না থাকায় একই সাথে দুটি সমস্যায় পড়েছেন উপজেলার হাজার হাজার গ্রাহক। শুধু তাই নয় সিমের নেটওয়ার্ক বিকল হওয়ার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ সিমে রিচার্জ করতে পারেন নি। বিদ্যুৎ ও নেটওয়ার্ক পির্যয়ের কারণে চরম হতাশায় পড়েছেন বিদ্যুৎ নির্ভরশীল ব্যবসায়ী ও টেলিকম ব্যবসায়ীরা। নেটওয়ার্ক বিকল হওয়ার বিষয়ে গ্রাহকরা বলছেন,সিম কোম্পানির দায়িত্বশীলদের অবহেলার কারণে এমন দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।
গোলাপগঞ্জ উত্তর বাজার রোড জমির প্লাজার সামনের (এম.বি টেলিকম) এর ব্যবসায়ী দীপ চক্রবর্ত্তী বলেন, নেটওয়ার্কের সমস্যার কারণে কাষ্টমারদের সিমে রিচার্জ করা যায়নি। অনেকের মোবাইল নাম্বার নোট করার পর টাকা না দিতে পারায় ফিরিয়ে দিতে হয়েছে। আহমদ খাঁন রোডের টেলিকমের ব্যবসায়ী মস্তই আহমদ বলেন, বেশ কিছুদিন থেকে গোলাপগঞ্জে বিদ্যুতের সাথে সিমের নেটওয়ার্কও চলে যায়। টাওয়ারগুলোর বিদ্যুৎ বেক’আপ না থাকার কারণেই দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। গোলাপগঞ্জ সদরে বসবাসকারী সিরাজুল ইসলাম নামে এক শিক্ষক বলেন, পানি না থাকার কারণে রান্না-বান্নাসহ কঠিন যেনো এক দুর্ভোগে পড়েছি। গোসল না করেই সকালে স্কুলে যাই এবং ছেলে মেয়েদেরও পাঠাই। বিদ্যুৎ সমস্যার সাথে এখন যোগ হয়েছে সিমের নেটওয়ার্কের সমস্যা। এদিকে গোলাপগঞ্জ পৌরসভায় নেটওয়ার্ক নির্ভরশীল প্রায় অর্ধশতাধিক ব্যাংক বিমাসহ প্রায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। নেটওয়ার্কের ভেলকিবাজির কারণে গ্রাহকদের লেনদেন করতেও অসুবিধা হচ্ছে। সমাজসেবী রাহাত তরফদার বলেন আজকে সকাল থেকে এমন হয়েছে ১৫বার চেষ্টা করে একবার ঢুকতে পেরেছি। অনেকে আমার নাম্বারে ফোন দিয়ে বন্ধ পেয়েছে। বিভিন্ন সিম কোম্পানির হেল্প লাইনে একাধিকবার ফোন দিলে নেটওয়ার্ক জটিলতার কারণে সংযোগ পাওয়া যায়নি। একাদশ শ্রেণির শিক্ষার্থী মাজিদুর রহমান হাসান বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে সামাজিক সকল যোগাযোগ মাধ্যম বিকল হয়ে পড়েছে।
বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ ১এর ডিজিএম মামুনুর রশীদ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, পৌর চৌমুহনী এলাকায় রাস্তা থেকে খুঁটি সরানোর কাজ চলছে। আরো দু’তিনদিন লাগতে পারে।