সিলেটে রবীন্দ্রনাথ স্মরণোৎসবে পূবালী ব্যাংকের ২০ লাখ টাকা অনুদান

12

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শুধু মুনাফার জন্য ব্যাংকিং নয়, পূবালী ব্যাংক দেশের আর্তসামাজিক উন্নয়নেও তাদের হাত প্রসারিত করে সব সময়। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে এ ব্যাংকের অবদান অপরীসিম। সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসবে ২০ লাখ টাকা অনুদান এর প্রমাণ বহণ করে। সিলেটের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে এই শতবর্ষ অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হয়ে আসছেন। এই অনুষ্ঠান সফলে পূবালী ব্যাংকের এই অনুদান অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৯ অক্টোবর মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন ভবনে সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসবে দেওয়া পূবালী ব্যাংকের ২০ লাখ টাকা অনুদানের চেক গ্রহণের সময় মেয়র উপরোক্ত কথাগুলো বলেন। ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম মো. এরশাদুল হক এর নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেয়রের হাতে এই চেক তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব পর্ষদের সদস্য রজত কান্তি গুপ্ত, সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন মঞ্জু, পুবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যস্থাবক মশিউর রহমান খান, সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ডিজিএম সুকান্ত চন্দ্র বণিক, সিলেট মেইন শাখার এজিএম অঞ্জন দাস, সিলেট স্টেডিয়াম শাখার এজিম মনিরুল ইসলাম, শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক মাকসুদা বেগম এবং মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক জাকিয়া সুলতানা। বিজ্ঞপ্তি