সদর উপজেলা বিএনপির শোক সভা ॥ আ.ফ.ম কামাল রাজনীতির এক বটবৃক্ষ কর্মীবান্ধব ব্যক্তিত্ব ছিলেন

7

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এদেশের মানুষ আওয়ামী লীগ বাকশালী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের জনগণ বিএনপির দিকে চেয়ে আছে। আওয়ামী লীগ খুন, গুম, লুটপাটে ব্যস্ত। তিনি মরহুম আ.ফ.ম কামালের আদর্শিক রাজনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাঠিতে হবে। তার চলে যাওয়া আমাদেরকে ব্যতিত করেছে। সে ছিল রাজনীতির এক বটবৃক্ষ কর্মীবান্ধব ব্যক্তিত্ব। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি মরহুম আ.ফ.ম কামালের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি (১২ নভেম্বর) শনিবার বিকালে সোনাতলাস্থ একটি কমিউনিটি সেন্টারের মাঠে সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত সদর উপজেলার কৃতি সন্তান শহীদ আ.ফ.ম কামালের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করি না। দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী লীগ গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থেকে আন্দোলন করেছে। আগামী ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় গণসমাবেশ সফল করতে দলে দলে যোগ দিতে হবে। শহীদ আ.ফ.ম কামালের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর চৌধুরী ফয়ছল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইসতিয়াক আহমদ সিদ্দিকী, রিপন আহমদ পাটোয়ারী, কামরুল হাসান শাহিন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক একেএম তারেক কালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সদস্য আলহাজ্ব আজির উদ্দিন চেয়ারম্যান, ইসলাম উদ্দিন, কছির উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, বাদশা আহমদ, আহমদ আলী, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জৈন উদ্দিন মেম্বার, এনাম হোসেন মেম্বার, মুহিবুর রহমান মেম্বার, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বশির উদ্দিন, গৌছ উদ্দিন পাখি, এম এ রহিম, ফখর উদ্দিন, শফিক আলী, আকরাম আলী মাসুক, হাজী মানিক মিয়া, বদরুল ইসলাম আজাদ, জমির উদ্দিন মেম্বার, শাহজাহান আহমদ জুয়েল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ফারুক মিয়া, আবুল হাসনাত, আইনুল হক, আঙ্গুর আলম, জিএম কিবরিয়া, হাজী রাজন মিয়া, সাইদুল ইসলাম, তাহির আলী, নজরুল ইসলাম, বাবুল হোসেন, তৈয়বুর রহমান, আব্দুস সালাম, এনাম হোসেন শিপন, জামাল আহমদ, উসমান হারুন পনির, আলাউর রহমান আলী, নুরুল আলম, বাবুল মিয়া, আব্দুল আহাদ লিমন, আব্দুল আহাদ রানা, রুস্তুম আলী, নিজাম উদ্দিন, তারেক আহমদ, মোশাহিদুল ইসলাম, ফয়জুল ইসলাম, রুহেল আহমদ, মোহাম্মদ আলী, দিলোয়ার হোসেন সায়েম, কামরান উদ্দিন অপু, আশিকুর রহমান আশিক প্রমুখ। বিজ্ঞপ্তি