গত ২৭ নভেম্বর বুধবার চেম্বার কার্যালয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাম্স-উল ইসলাম এর সাথে সিলেট চেম্বার এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব। সভায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাম্স-উল ইসলাম বলেন, অগ্রণী ব্যাংক একটি দূরদর্শী ব্যাংক। শুধু শিল্প খাত নয়, গ্রামীণ কৃষি অর্থনীতির বিকাশে অগ্রণী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে উদ্যোমী নারীদের মধ্যে প্রচুর ঋণ বিতরণ করেছি। আমরা বিশ্বাস করি প্রান্তিক অঞ্চলগুলোর উন্নয়ন করতে পারলে বাংলাদেশের সত্যিকারের উন্নয়ন সাধিত হবে। ছোট বড় সকল উদ্যোক্তাকে দীর্ঘ মেয়াদি ঋণ প্রদানের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ব্যাংকিং নীতিমালা সংস্কার করতে হবে। তিনি জানান অগ্রণী ব্যাংক ব্যবসায়ীদেরকে সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান করে যাচ্ছে। তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে শুধুমাত্র হোটেল আর রিসোর্ট না করে ব্যবসায়ীদেরকে উৎপাদনশীল খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান। তিনি অগ্রণী ব্যাংকের তামাবিল শাখায় ট্রাভেল ট্যাক্স গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সিলেট সার্কেলের জিএম মোঃ নাজমুল হক, ডিজিএম ও সিলেট পশ্চিম অঞ্চল প্রধান মোঃ আশেক এলাহী, ডিজিএম মৌলভীবাজার মাহমুদ রেজা, ডিজিএম সিলেট পূর্ব অঞ্চল মোঃ আবুল মনসুর আহমদ, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক আব্দুর রহমান, মোঃ নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, অগ্রণী ব্যাংকের এজিএম রাশেদা আহমেদ স্বপ্না, মোঃ আব্দুল লতিফ, মোঃ আনোয়ারুল আজিম, নেহার জ্যোতি পুরকায়স্থ প্রমুখ। বিজ্ঞপ্তি