জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিপূর্ণ ভাবে রাধারমণ উৎসব সম্পন্ন হয়েছে। ৯ অক্টোবর বুধবার রাত থেকে ১০ নভেম্বর বৃহস্পতিবার রাত পর্যন্ত ২ দিন ব্যাপী রাধারমণ উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারো বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর ১০৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্থানীয় কেশবপুর বাজার এলাকায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন ১০ নভেম্বর রাতে ডিজে মুন্নি, ভাইরাল তাসিবা, তাছলিমা বেগম, খুশি নুরী ও ঝর্ণা ভান্ডারি সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করে জগন্নাথপুর মাতিয়ে যান।
এদিকে-প্রতি বছরের মতো এবারো দুই দিন ব্যাপী রাধারমণ উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন সহ দেশ-বিদেশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতি পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, পরিষদ নেতা টুনু মিয়া, তোতা মিয়া, চুনু মিয়া, রিপন মিয়া, লিটন মিয়া, তৈয়ব আলী সহ কমিটির নেতৃবৃন্দ।