ওয়েলস প্রতিনিধি দলের সাথে সিলেট চেম্বারের মতবিনিময় ॥ সিলেটে অবাধ বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান

31

Chamber-1সিলেটসহ দেশে অবাধ বিনিয়োগের সুযোগ গ্রহণে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার সন্ধ্যায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ওয়েল্স-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান।
সিলেট চেম্বার হল রুমে ‘ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ, রপ্তানী উন্নয়ন, বিদ্যুৎ, পর্যটন, শিক্ষা ও চিকিৎসা সেবা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের নবনির্বাচিত সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। এতে অতিথি ছিলেন কারডিফ ওয়েস্ট এর এমপি কেভিন ব্রিনান, ওয়েল্স-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান   দিলাবর এ হোসেন, ওয়েলস গভার্ণমেন্ট এর উপ-পরিচালক মিক হেনিডা, ওয়েল্স-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল মাহবুব নূর (ম্যাব্স), উপ-সচিব   ইমতিয়াজ হোসেইন, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক পরিচালক আব্দুল আলীম, মিডিয়া পরিচালক  আফজল খান।
ওয়েল্স-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হোসেন বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলের পর্যটন বিকাশ ও শিল্পবাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্র রয়েছে। সরকার ও ব্যবসায়ীদের সহযোগিতা পেলে প্রবাসীরা বিনিয়োগে আরো আগ্রহী হবে।
সিলেট চেম্বার সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, সিলেট বাংলাদেশের একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনাময় খাত রয়েছে। ফরেন ডাইরেক্ট ইভেস্টমেন্ট বা সরাসরি বিদেশী বিনিয়োগ বর্তমানে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন।
তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিনিয়োগনীতি শিথিলকরণসহ বেশ কিছু সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। তবুও বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আশানুরূপ নয়। এ ব্যাপারে সরকারী-বেসরকারী পর্যায়ে প্রচেষ্টা চালাতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, এম এ ছালাম চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মামুন কিবরিয়া সুমন, সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি ফারুক আহমদ মিছবাহ, পরিচালক মোঃ হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, মোঃ সাহিদুর রহমান, লায়েছ উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী, আবু তাহের মো: শোয়েব, পিন্টু চক্রবর্তী, এনামুল কুদ্দুছ চৌধুরী (এনাম), নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান ভূট্টো, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, প্রাক্তন পরিচালক আব্দুল ওয়াদুদ, আতাউর রহমান, কয়লা আমদানী কারক গ্র“পের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওর্য়ানারস প্র“পের সভাপতি সহিদ আহমদ চৌধুরী, রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, মোস্তফা কামাল, সিলেট চেম্বারের সদস্য সপ্রিয় চক্রবর্তী, আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি