স্টাফ রিপোর্টার :
ওসমানীনগর থেকে রিভলবারসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)’র সদস্যরা। শুক্রবার রাত সোয় ৭ টার দিকে সিলেট- ঢাকা সড়কের শোয়ার গাঁও গ্রামের গৌছুল আলম মার্কেটের আদিল ক্যাশ এন্ড ক্যারি দোকানের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- বালাগঞ্জ থানার চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার পুত্র আবুল কালাম (২৩) ও একই থানার বালাগঞ্জ গ্রামের কামাল মিয়ার পুত্র ছামাদ আহম্মদ রতন (২৫)।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সোয়া ৭ টার দিকে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার শোয়ার গাঁও গ্রামের গৌছুল আলম মার্কেটের আদিল ক্যাশ এন্ড ক্যারি দোকানের সামনে অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার ও ১টি মোটর সাইকেলসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আবুল কালাম ও ছামাদ আহম্মদ রতনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ভাড়াটে সন্ত্রাসী হিসাবে কাজ করে। তারা বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে এবং তাদের নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে ও কিছু কিছু সময়ে এই অস্ত্র ভাড়া দিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে। তাদের এই হীন অপরাধ এলাকার জনসাধারণের মধ্যে সর্বদা আতঙ্ক বিরাজ করছিল। এছাড়াও দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিল বলে স্থানীয় লোকজন জানায়। উদ্ধারকৃত বিদেশী রিভলবার এবং গ্রেফতারকৃত আসামীদেরকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।