সিলেটে সিএনজি অটোরিক্সা নতুন করে রেজিস্ট্রেশন না দেওয়ার দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মরকলিপি পেশ করেছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলওয়ার, কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহ সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক জালাল আহমদ ও বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক ইউছুফ আলী, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, প্রচার সম্পাদক আনছার আলী, কল্যাণ সম্পাদক নুরুল আমিন জাকির, কার্যনির্বাহী সদস্য মোঃ ইয়াহিয়া প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয় এমনিতেই শহরে যানজট লেগেই থাকে। এমন সময় সিলেটে নতুন করে সিএনজি অটোরিক্সা গাড়ির রেজিস্ট্রেশন দিলে সিলেট নগরীর যানজট আরো চরম আকার ধারণ করবে।
উপরোক্ত বিষয়টি বিবেচনা করে সিএনজি অটোরিক্সা গাড়ীর নতুন রেজিস্ট্রেশন না দেয়ার জোর দাবী জানান।
এর আগে নেতৃবৃন্দ এসএমপির’ পুলিশ কমিশনার, সিলেটের পুলিশ সুপার, বিআরটিএ সিলেট জেলার সহকারী পরিচালক সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি