ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচনী প্যানেল পরিচিতি সভা

51

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০১৪ উপলক্ষে প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা গতকাল সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের হল রুমে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি অমল কুমার নাগ এর সভাপতিত্বে, ডিপ্লোমা কৃষিবিদ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ উসমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক খায়রুল বাশার, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সভাপতি এটিএম আবুল কাসেম, মোহাম্মদ আব্দুর রাশেদ খান, মোঃ ফিরোজ আকতার।
সিলেট জেলার প্যানেল পরিচিতিদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী মোঃ ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ মোতাছির আলম, সাধারণ সম্পাদক ছালিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আখলাক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোত্তাকিন চৌধুরী মাছুম, অর্থ সম্পাদক অরুনাংশ দাশ, দপ্তর সম্পাদক সমর মোহন ধর, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক মোঃ মনির আলী, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আবুল হারিছ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নোমান আহমদ, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকক হাবিবুর রহমান খন্দকার, সমাজ কল্যাণ সম্পাদক আবুল ফজল. মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াছমিন সিদ্দিকা শেফালী, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সমরেশ পাল, নির্বাহী সদস্য- মিল্টন পাল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইশতিয়াক আহমদ। গীতা পাঠ করেন বিজিত কুমার আচার্য্য।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ মনোনীত প্যানেল ইউসুফ-ছালিক-সিরাজ প্যানেল কে নির্বাচিত করার জন্য ডিপ্লোমা কৃষিবিদ ভাইবোনদেরকে আহ্বান জানান। বক্তারা দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ ও চাউল রপ্তানী তাদের পরিশ্রমের ফসল বলে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি