সিলেটের দু’কণ্ঠশিল্পীকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের মানববন্ধন

9
সিলেটের দু’কণ্ঠ শিল্পীকে অপহরণ ও ধষর্ণকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারী।

সিলেটের দু’কণ্ঠশিল্পীকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের উদ্যোগে ও বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশন সমিতির সার্বিক সহযোগিতায় ৮ নভেম্বর বুধবার বিকালে নগরীর চৌহট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারী’র সভাতিত্বে ও বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট রাজনগর উপজেলার দায়িত্বশীল বাউল শিল্পী জালালী পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী গীতিকার ফিরুজ আহমদ ফিরুজ, গীতিকার কয়েস আহমদ দুলাল, বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী ভাসানী বারিক, এনাম আহমদ, বিশাল চৌধুরী, বাউল শিল্পী সূর্য লাল। উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ ইমন, কমর উদ্দিন, জাবেদ আলী, আব্দুল্লাহ অলক, শাহজাহান, বাউল আনোয়ার, বাউল ইসমাইল, বাউল মীর আজাদ, সুমন আহমদ, শহিদ মিয়া, বাউল কিতাব আলী মিলন, কণ্ঠশিল্পী খুশি নবী, কণ্ঠ শিল্পী পিয়ারা চৌধুরী, কণ্ঠ শিল্পী জালালী শামিমা, কণ্ঠ শিল্পী মুন্নি, বিরহা তাসলিমা, কণ্ঠ শিল্পী সুরাইয়া, কণ্ঠ শিল্পী রুনা, কণ্ঠ শিল্পী পূর্ণিমা, বাউল বাবুল, কণ্ঠ শিল্পী আয়েশা আক্তার, কণ্ঠ শিল্পী হৃদয় আহমদ যন্ত্রশিল্পী সুহেল মিয়া, বাউল পাগল আনোয়ার, কণ্ঠশিল্পী শাম্মী আক্তর জবা, বাউল শিল্পী সুনিল বৈদ্য, সুরাইয়া আক্তার, কণ্ঠশিল্পী নাজিয়া সরদার, বাউল শিল্পী শাহ আলম, এমরান ডালি, সবুজ মিয়া, জামাল মিয়া, আশিক আলী, গৌছ আলী, ফাইমা আক্তার, কফিল, আজহার উদ্দিন, ইমন আহমদ, করিম মিয়, ফিরুজ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুণ্যভূমি সিলেটকে কিছু দুষ্কৃতিকারীদের কারণে কলংকিত হচ্ছে। বাউল গান সিলেটের ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে। এখানে শিল্পীরা সম্মানের সাথে গান পরিবেশন করে আসছে। কোন দিন কোন শিল্পী অপমানিত হয়নি। গত ২ নভেম্বর ঘটনা ন্যাক্কাজনক ও ঘৃণিত কাজ। বক্তারা অবিলম্বে অপহরণকারী ও ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিজ্ঞপ্তি