জগন্নাথপুরে আজ থেকে শুরু রাধারমণ উৎসব

15

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতি বছরের মতো এবারো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিন ব্যাপী শুরু হচ্ছে রাধারমণ উৎসব। এশিয়া মহাদেশের ধামাইল গানের জনক বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ এর ১০৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্থানীয় কেশবপুর বাজার এলাকায় ৯ ও ১০ নভেম্বর দুই দিন ব্যাপী রাধারমণ উৎসবের আয়োজন করা হয়েছে। বৈষ্ণব কবি রাধারমণের জন্মস্থান কেশবপুর গ্রামে। গত ৩০ বছর ধরে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে রাধারমণ উৎসব পালন হয়ে আসছে। এবারের উৎসবে দেশের নামকরা শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এতে অংশ গ্রহণ ও শান্তিপূর্ণ ভাবে উৎসবটি সফলের লক্ষ্যে ৮ নভেম্বর মঙ্গলবার সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রমজান আলী, কার্যনির্বাহী সদস্য টুনু মিয়া, তোতা মিয়া, রিপন মিয়া, তৈয়ব আলী, শিমুল দাস, মিজান মিয়া সহ পরিষদ নেতৃবৃন্দ।