জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে কমদামে সরকারি টিসিবি পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। ২৫ অক্টোবর মঙ্গলবার পৌর শহরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম এলাকায় টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডাসের মালিক ধনেশ চন্দ্র রায়ের মাধ্যমে ট্রাক সেলে কার্ডধারী মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়।
৯০০ জন কার্ডধারীদের মাঝে জনপ্রতি মাত্র ২২০ টাকায় ২ লিটার সোয়াবিন, ১৩০ টাকায় ২ কেজি মশুর ডাল ও ৫৫ টাকায় ১ কেজি চিনি সহ মোট ৪০৫ টাকার পণ্য বিক্রি করা হয়। যা বাজারে প্রতি লিটার সোয়াবিন ২০০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ১১০ টাকা ও প্রতি কেজি চিনি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার ভর্তুকি দিয়ে কার্ডধারী জনতার মাঝে টিসিবি পণ্য বিক্রি করছে। বাজার দরের তুলনায় প্রায় অর্ধেকমূল্যে টিসিবি পণ্য কিনতে নারী-পুরুষ জনতা দীর্ঘ লাইন দিয়েছেন। এ সময় লাইনে থাকা কার্ডধারী জনতার মধ্যে অনেকে বলেন, টিসিবি পণ্য কিনে হই ধন্য। দীর্ঘ সময় লাইনে থাকার পর অবশেষে পণ্য কিনতে পেরে তারা খুব খুশি হয়ে এমন অনুভূতি প্রকাশ করেছেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও টিসিবি ডিলার ধনেশ চন্দ্র রায় জানান, এ পর্যন্ত ২ হাজার কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। কমদামে টিসিবি পণ্য পেয়ে মানুষ বেজায় খুশি হয়েছেন।