ছাতকে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

4

 

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজার ইউনিয়নে সালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুস সালাম খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানাযায়, জাউয়া ইউনিয়নের সাউদেরগাঁও জামে মসজিদের জায়গা মাপামাপি নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে দ্ব›দ্ব চলছিল বৃহস্পতিবার (৪ মে) সকালে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিষ্পত্তির লক্ষে গ্রাম পাঞ্চায়েতের মুখোমুখি হলেও উভয় পক্ষের লোকজন উত্তেজনা ছড়িয়ে রাখে। এ থেকেই ছাগলে খাঁন গোষ্ঠীর ধান খাওয়াকে কেন্দ্র দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
এতে দুই পক্ষের শতাধিক আহত রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। আহতদের কৈতক হসপিটাল ও গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারোই নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহাম্মেদ উল্লাহ ভ‚ইয়া বলেন, সংঘর্ষে গুরুতর আহতদের সিলেটে পাঠানো হয়েছে। অন্যানরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। গ্রামে উত্তেজনা আছে। তাই এখনো পুলিশ মোতায়ন আছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ফের যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।