হেমন্তের পরশ :
হেমন্তের পরশ লাগে
শীতের আগমনী জাগে
কুয়াশার চাদরে শীত
গাইছে হৈম গীত।
গাছি বাঁধছে হাঁড়ি
রস আানবে পাড়ি
উঠানে জ্বলে আগুন
গাইছে সে গুণগুণ।
গুড়ের গন্ধ মৌমৌ
আসবে নতুন বৌ
গাছির বাড়ীতে আমুদ
জ্বালছে গুড় বুদবুদ।
ঘন কুয়াশার বুকে
সূর্যের আশায় অনেকে
ঠান্ডায় নেই জামা
বাড়তি কষ্ট নামা!!