সব চাহনিতে প্রেম হয় না :
সব মেঘে বৃষ্টি হয় না
কিছু মেঘ ছায়া দিয়ে কায়া জুড়ায় ক্ষণিকের তরে
কিছু মেঘ নেমে আসে শিলাবৃষ্টি হয়ে
কিছু মেঘে আবার বজ্রসহ ঘর ভাঙ্গে ঝড়ে
কিছু মেঘ বৃষ্টি ঝরায় অঝোর ধারায় শীতল করে ধরনীর বুক
সেই বৃষ্টিতে ফল মূল ফুল ফসলে ভরে উঠে বসুন্ধরা
যা ভোগ উপভোগে প্রাণীকূল খুঁজে সুখ
ঠিক তেমনি সব চাহনিতে প্রেম হয় না
কোনো চাহনিতে স্বর্গ হাসে
আবার নরকের অগ্নি কুন্ডলী ঝরে কোনো চোখে।