স্পোর্টস ডেস্ক :
শুরুটা ভালো হলো সংযুক্ত আরব আমিরাতের। কিন্তু এরপর ঘুরে দাঁড়ালেন নেদারল্যান্ডের বোলাররা।
অল্প রানেই গুটিয়ে গেল আমিরাত। ওই লক্ষ্যে খেলতে নেমে নেদারল্যান্ডও পেল না স্বাচ্ছন্দ্য। ছড়ালো বেশ রোমাঞ্চও। তবে সব ছাপিয়ে জয় পেলো ডাচরাই।
রবিবার সাউথ গ্যালংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে নেদারল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১২ রানের সংগ্রহ পায় আরব আমিরাত। জবাব দিতে নেমে শেষদিকের রোমাঞ্চের পর এক বল আগে জয় পেয়েছে ডাচরা।
টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ রানের উদ্বোধনী জুটি পায় আরব আমিরাত। ২০ বলে ১২ রান করে ভ্যান ডার ডুসেনের বলে চিরাগ সুরি ফিরলে এই জুটি ভাঙে। আরেক উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ ওয়াসিম ৪৭ বলে করেন ৪১ রান। তৃতীয় উইকেট হিসেবে তার বিদায়ের পরই খেই হারায় আমিরাতের ব্যাটিং।
ইনিংসের এগারোতম ওভারে ৫৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর নির্ধারিত ২০ ওভারে ১১২ রানের বেশি করতে পারেনি আমিরাত। দুই ওপেনারের বাইরে কাসিফ দাউদ ১৪ বলে ১৫ ও ব্রিতিয়া আরভিন্দ ২১ বলে করেন ১৮ রান। ডাচদের পক্ষে ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন বাস ডি লেডে।
জবাব দিতে নেমে ১৪ রানে নিজেদের প্রথম উইকেট হারায় নেদারল্যান্ড। এরপরও তারা এগিয়ে যাচ্ছিল স্বাচ্ছন্দ্যে। তবে নিয়মিত উইকেট ও নিচ্ছিল আরব আমিরাত। শেষ দুই ওভারে ডাচদের দরকার ছিল ১০ রান। ১৯তম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন জাহোর খান।
শেষ ওভার করতে আসেন জাওর ফরিদ। তার প্রথম পাঁচ বলে দৌড়ে ৬ রান নেয় ডাচরা। তাদের পক্ষে ১৮ বলে সর্বোচ্চ ২৩ রান আসে ম্যাক্স ও ডডের ব্যাটে। আমিরাতের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন জুনায়েদ সিদ্দিকী।