বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের জোয়ার উঠেছে। বিএনপির ডাকে মানুষ আজ ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। জনতার বাঁধভাঙ্গা জোয়ার দেখে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পায়ের তলার মাঠি সরে গেছে। তারা দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশ বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু সরকারের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিএনপির সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। আর তা কেবল সম্ভব হয়েছে ঐক্যবদ্ধ শক্তিশালী তৃণমূল বিএনপির কারণে। আর এজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলের মাধ্যমে তৃণমূল বিএনপি পুনর্গঠনের উপর গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা নেতৃত্বে আসছে। একইসাথে দলের সকল স্তরের গণতন্ত্র বিকশিত হচ্ছে। আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে, আর বিএনপি নিজ দল থেকে গণতন্ত্রের বিকাশ শুরু করে জাতীয়ভাবে সেটা প্রতিষ্ঠিত করে।
তিনি শনিবার সিলেট মহানগর ১নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদিক মিয়ার সভাপতিত্বে, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিটি কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। কাউন্সিলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।
সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু, সদস্য বাবু নিহার রঞ্জন দে, আব্দুর রহিম, মাহবুব কাদির শাহী, আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, মুকুল আহমদ মোর্শেদ, শামীম মজুমদার, আবুল কালাম, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব ও নুরুল আলম সিদ্দিকী খালেদ প্রমুখ।
কাউন্সিলে সভাপতি পদে মুফতি রায়হান উদ্দিন মুন্না ও এজহারুল হক মন্টু, সাধারণ সম্পাদক পদে নজির হোসেন ও সৈয়দ রাজন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মুনতাসির সাব্বিহ ও জামাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজ্ঞপ্তি