বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ঐক্যবদ্ধ শক্তিশালী তৃনমূল বিএনপি গড়তে সকল স্তরের কাউন্সিল একটি সফল উদ্যোগ। এর মাধ্যমে দলে গণতন্ত্রের চর্চার পাশাপাশি নেতৃত্বে প্রতিযোগিতা সৃষ্টি হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেট জেলা বিএনপিকে শক্তিশালী করে গড়ে তোলার কাজ চলছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ শক্তিশালী তিনি শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক ওসমান গনি মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাহাব উদ্দিন শিহাব চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে ইউনুস আলীকে সভাপতি, মজমিল আলীকে সাধারণ সম্পাদক, মজিদ সরকারকে সিনিয়র সহ-সভাপতি, ইমাম উদ্দিন যুগ্ম সম্পাদক ও আব্দুল মালিককে সাংগঠনিক সম্পাদক করে রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম, শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক হাজী ওসমান গনি।
ছাত্রদল আবুল কালামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহপরান, জসিম উদ্দিন, শাহ আলম স্বপন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, ডা: নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, দেলোয়ার হোসেন, মাহবুব সাজু, রেজওয়ান আহমদ, আব্দুল কাদির সুমন, আলীম উদ্দিন দুর্জয় ও হাবিব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি