দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সকল সদস্যগণের গাড়ি ১৫% হ্রাসকৃত মূল্যে সার্ভিসিং ও মেরামতের লক্ষ্যে ১৩ অক্টোবর বৃহস্পতিবার চেম্বার বোর্ড রুমে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও গিয়ার আপ অটোমোবাইল্স মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্সের পক্ষে সভাপতি তাহমিন আহমদ ও গিয়ার আপ অটোমোবাইল্স এর সিইও ইমতিয়াজ আহমেদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিলেট চেম্বার সভাপতি সমঝোতা চুক্তিটি স্বাক্ষরের জন্য গিয়ার আপ অটোমোবাইল্স-কে ধন্যবাদ জানান এবং সিলেট চেম্বারের সকল সদস্যগণকে এ সুবিধা গ্রহণের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, হুমায়ুন আহমদ, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, গিয়ার আপ অটোমোবাইল্স এর ওয়ার্কশপ ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান, এডমিন ও একাউন্টস ম্যানেজার বাপন মিত্র প্রমুখ।
এদিকে ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় চেম্বার বোর্ড রুমে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও গোলাপগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান (লিপন) এর মাতার মৃত্যুতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সিলেট কেন্দ্রীয় কারাগার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ অলিউল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, খন্দকার ইসরার আহমদ রকী, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সারোয়ার হোসেন ছেদু, সিলেট চেম্বারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি