সুন্দর আগামী জন্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নততর জীবন গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক নুমেরী জামান। তিনি ২১ জুলাই সকাল ১১টায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুল মাঠে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তাওহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন-যারা আগামী দিনে দেশ পরিচালনা করবে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য। শিশুদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষক করে গড়ে তোলা যায় বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন-সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদেরক গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে হয়। নইলে আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারীগন অকালেই ঝরে যায়। জেলা তথ্য অফিসের প্রচারণায় শিশু মেলাটি নারী ও শিশুদেরকে বিভিন্ন বিষয়ে জানাতে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি