সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবু সাদাত বলেছেন, আমাদের শরীরের প্রতিটি অঙ্গই মূল্যবান। এর মধ্যে চোখ হচ্ছে অন্যতম। চোখের যত্নে অবহেলা করলে সারাজীবন অসহায়ের মতো জীবন যাপন করতে হয়। তাই চোখের যত্নে আমাদেরকে অধিক সচেতন হতে হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুরস্থ জালালাবাদ চক্ষু হাসপাতাল এর উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস-২০২২ উপলক্ষে র্যালি পরবর্তী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি জালালাবাদ চক্ষু হাসপাতালের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন, এই হাসপাতালের সঙ্গে যারা জড়িত, তারা সত্যিকার অর্থেই মহৎ প্রান ব্যক্তিত্ব। নিজের পকেটের অর্থ খরচ করে মানুষের কল্যাণে যারা কাজ করেন তারা দুনিয়া ও আখেরাতে অশেষ সওয়াবের ভাগী হবেন বলে আমার বিশ্বাস। প্রশাসনের পক্ষ থেকেও জালালাবাদ চক্ষু হাসপাতালের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সালাম, জীবন সদস্য প্রিন্সিপাল লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার জলিল, কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সৈয়দ আবু সাদেক, জীবন সদস্য মো. ছয়েফ উদ্দিন চৌধুরী, আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমান, মো. বুরহান উদ্দিন এডভোকেট প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপটোমেট্রিস্ট খালেদ আল রাকিব। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রোগাম অর্গানাইজার মো. পিংকু আব্দুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরক সেন, আকদ্দছ আলী, আতিকুর রহমান, তাফহীম চৌধুরী প্রমুখ। এর আগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবু সাদাত এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিজ্ঞপ্তি