নিজাম উদ্দিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে কোছাপের মানববন্ধন

16

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহায়ক নিজাম উদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মারজান উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোছাপের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহসভাপতি শাহ আলম স্বাধীন, নেওয়াজ শরীফ, ওমর আলী, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আপন তাহসান, রুবেল মিয়া, মোঃ মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রায়হান, হাবিবুর রহমান, প্রচার সম্পাদক লবীব আহমদ, কোষাধ্যক্ষ বাবলু চন্দ, সহ কোষাধ্যক্ষ জাফর রানা, সহ দপ্তর সম্পাদক আলমগীর কবির শাহীন, সহ সমাজকল্যাণ সম্পাদক ফাহাদ হক, ক্রীড়া সম্পাদক আবু আল সামী, সহ ক্রীড়া সম্পাদক শাহীন আলম, মুক্তিযুদ্ধ প্রজন্ম সম্পাদক সোহাগ আহমদ, কার্যকরী সদস্য আরিফুর রহমান, ফারুক আহমেদ, নাজমুল ইসলাম ও নিজাম উদ্দিনের পুত্র হাফিজ হিফজুর রহমান ও কোছাপের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নিজাম উদ্দিনের হত্যাকারী সবাইকে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২ অক্টোবর রাতে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহায়ক নিজাম উদ্দিনকে তার নিজ বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের রাজাপুরে হত্যা করা হয়।