নজির আহমদ চৌধুরীর কর্মময় জীবন মানুষ স্মরণ করবে ———- শফিকুর রহমান চৌধুরী

12

সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভাষা সৈনিক মরহুম নজির আহমদ চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি একজন ত্যাগী নেতা ছিলেন। রাজনীতির সুবাদে তিনি সমাজ উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন। তাঁর মত নিবেদিত প্রাণ সমাজসেবী বর্তমানে খুবই অভাব। তৃণমূল আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন, তাদের যথাযথ মর্যাদা ও সম্মান আমাদেরকে দিতে হবে। তবেই দলের কার্যক্রম সুসংগঠিত থাকবে। নজির আহমদ চৌধুরীর কর্মময় জীবন মানুষ সব সময় মনে রাখবেন।
শফিকুর রহমান চৌধুরী ১১ জুন শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়নে মরহুম নজীর আহমদ চৌধুরী স্মৃতি পরিষদ এর উদ্যোগে ভাষা সৈনিক বৃহত্তর সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম নজির আহমদ চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মরহুম নজীর আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুর যৌথ পরিচালনায় স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সহ সভাপতি নুরুল ইসলাম পুতুল, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান শাহীন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর আছমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুরহান উদ্দিন, খিজির খান, কয়েছ আহমদ, ইসমাইল হোসেন বাচ্চু, আতিকুর রহমান মাষ্টার, তুহিন চৌধুরী, আব্দুজ জব্বার, আলতাফ হোসেন, লিটন আহমদ চৌধুরী, শেখ কামাল স্মৃতি সংসদের কোষাধ্যক্ষ আব্দুল মালিক মানিক প্রমুখ। বিজ্ঞপ্তি