শুরু হলো বইপড়া উৎসব এর চতুর্দশ আসর। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর মধ্য দিয়ে জেলা পরিষদ, সিলেট এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসর,’জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব’ এর যাত্রা শুরু হলো। প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীরা দুটি পৃথক বিভাগে অংশ গ্রহণ করতে পারবে। ক বিভাগে ৬ষ্ঠ থেকে ৯ম এবং খ বিভাগে একাদশ থেকে স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা ইনোভেটর এর ক্যাম্পাস প্রতিনিধিদের মাধ্যমে অথবা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন। এ সংস্ক্রান্ত সকল তথ্য ইনোভেটর এর ফেইসবুক পেইজে পাওয়া যাবে।
বইপড়া উৎসবের রেজিস্ট্রেশন কার্যকম শুরু উপলক্ষে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইনোভেটর এর মুখ্য সঞ্চালক এবং সিলেট সিটি করপোরেশন এর কাউন্সিলর রেজওয়ান আহমেদ। বইপড়া উৎসব ২০২২-২৩ এর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। সভা পরিচালনা করেন ইনোভেটর এর সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি। সভায় ইনোভেটর এর সদস্যবৃন্দ, বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি