খাদিমে পাহাড় কর্তনের অভিযোগে এক্সেভেটর জব্দ

6

স্টাফ রিপোর্টার :
খাদিমনগর ইউনিয়নের ধলইপাড়ায় পাহাড় কর্তনের অভিযোগে একটি এক্সেভেটর জব্দ করা হলেও কাউকে আটক করা যায়। জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এ অভিযান চালান।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ এমরান হোসেন বলেন- ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা- ৬ (খ) লঙ্ঘন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পাহাড় কর্তনের জন্য একটি এক্সেভেটর জব্দ করা হয়। পাহাড়/টিলা কর্তনের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ অবৈধভাবে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক এবং সিলেট জেলার পরিদর্শক মামুনুর রশিদ প্রমুখ। অভিযানে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে এসএমপির হজরত শাহপরান (রহ.) থানা পুলিশ।