জাকিরুল চৌধুরী

12

গাঁয়ের ছবি :

বার মাসের ছয় ঋতুতে ভাসে নানান ছবি,
তাইতো সারা বাংলাকে ভালোবাসে কবি।
একেক ঋতু একেক সময় দৃশ্য নিয়ে আসে,
সেই দৃশ্যের রুপের বাহার চারদিকে ভাসে।
বর্ষাকালে টাপুরটুপুর বৃষ্টির জলে ভাসে,
প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বাংলায় আষাঢ় মাসে।
শরৎ কালে আকাশ জুড়ে সাদা মেঘের খেলা,
নদীর পাড়ে ফুটেছে পথে কাশফুলের মেলা।
হেমন্তকালে সারা দেশে খেজুর রসের আহার,
খেজুর রসের চারদিকে করে গুড়ের পাহাড়।
শীতকালে কুয়াশা ঢাকা শিশির ভেজা ঘাসে,
পিঠা পুলির উৎসব হয় শীতকাল এই মাসে।
বসন্ত কালে কোকিল ডাকে বয় মৃদু হাওয়া,
বসন্তকালকে ধরে রাখতে এইতো আমার চাওয়া।