বনশ্রী বড়ুয়া

6

পূজোর শরৎ :

শরৎ এলো সাথে নিয়ে
দেবী দুর্গার মুখ
শরৎ এলো শিউলি নিয়ে
শিশির ভেজা সুখ।

তুলতুলে মেঘ কাশের বনে
খেলছে লুকোচুরি
পূজোর গন্ধ হাওয়ায় ভাসে
চলছে ঘোরাঘুরি।

ঢাকের কাঠি পড়ল ঢোলে
এলো খুশির বন্যা
শাঁখা পলায় সাজলো মা
ভগ্নী জায়া কন্যা।

ধরাধামে খুশির মাতম
আসলো দেবী ঘরে,
ধুনুচি নাচে হৃদয় দোলে
আগমনীর সুরে।