বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে রাজনীতির নামে সহিংসতার বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম। মানববন্ধনে বক্তারা রাজনীতির নামে সহিংসতা ও জঙ্গিবাদ দমনে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সেই সাথে ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বিঘেœ এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য অবিলম্বে অবরোধ ও হরতালের মত কর্মসূচী প্রত্যাহার করার আহ্বান জানান।
বাকবিশিস মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাকবিশিস উপদেষ্টা অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিভাগীয় সভাপতি অধ্যাপক জয়ন্ত দাশ, মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জমির উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জামাল হোসেন, অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, অধ্যক্ষ অবিদুর রহমান, অধ্যক্ষ শাহেদ আহমদ, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ, অধ্যাপক কাশমির রেজা, অধ্যাপক জান্নাথ আরা খান, অধ্যাপক নাসরিন আহমদ, অধ্যাপক বীণা সরকার, অধ্যাপক এনামুল হক অধ্যাপক শাখায়াত হোসেন আজাদ, অধ্যাপক প্রাণকান্ত দাশ, অধ্যাপক মাধব রায়, অধ্যাপক লিটন কান্তি দে, অধ্যাপক রতি লাল রায়, অধ্যাপক আমিনুল হক, অধ্যাপক জয়নুল হোসেন, ফারুক আহমদ, আলতাফুর রহমান, শাহরিয়ার খান, নন্দ কিশোর রায়, পলাশ রঞ্জন দাশ, রাজেশ কান্তি দাশ, আব্দুল মালেক, ময়নুল হক, আলতাফ হোসেন এছাড়া মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাকশিস সভাপতি অধ্যাপক আব্দুল জলিল সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, পরিবেশ ও হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক পীযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সিলেট বিবেক এর সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কৃঞ্চ প্রমুখ। বিজ্ঞপ্তি