লোক নেই অথচ বিশাল প্যান্ডেল

39
চরমোনাই পীর এর দল ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়। ৩ দিনের মাহফিলের জন্য পুরো মাঠ জুড়ে নির্মাণ করা হয় বিশাল প্যান্ডেল পাশাপাশি মহিলাদের জন্য ছিল আলাদা প্যান্ডেল। গত ৩ দিন সরেজমিনে মাঠে গিয়ে দেখা গেছে বিশাল প্যান্ডেলের নিচে দেড় শ’ থেকে দুশ’ লোক বসে আছে। বাকি প্যান্ডেলসহ পুরো মাঠই ফাঁকা। অথচ মাঠের সম্মুখের পুরো রাস্তাটি দখলে নিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। চলে ধুমদাম কেনাকাটা। সচেতন মহলের জিজ্ঞাসা মোটা অংকের টাকা ব্যয় করে এই বিশাল প্যান্ডেল নির্মাণ করা হলো অথচ লোক নেই। এই টাকা দিয়ে তো শীর্তাত মানুষের পাশে দাঁড়ানো যেতে পারতো। আর এটাই হতো ইসলামের প্রকৃত শিক্ষা। ছবি- মামুন হোসেন