বখাটেপনা রুখতে দ্রুত ব্যবস্থা

6

আমাদের সমাজ থেকে নৈতিকতাবোধ যেন নির্বাসিত হয়েছে। মানবিক মূল্যবোধের অবক্ষয়ও চরমে। সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে অপরাধপ্রবণতা।
বিচারের শ্লথগতি অনেকাংশে যেন বিচারহীনতার উদাহরণ হয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকাও অনেক ক্ষেত্রে রহস্যজনক মনে হয়।
সাম্প্রতিক সময়ে বখাটেপনা নিয়ে কিছু খবর এসেছে গণমাধ্যমে। এই সামাজিক ব্যাধিটি আমাদের অনেক অর্জন নষ্ট করে দিতে পারে। মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক অনুশাসন না থাকার পরিণাম কী হতে পারে, তা আবার প্রমাণিত হলো ভোলায়। ভোলা জেলা পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে নিয়ে শুক্রবার বিকেলে শহরের জেলা পরিষদ পুকুরপারের বক ফোয়ারায় বেড়াতে যান। সেখানে অবস্থান করা একদল বখাটে তাঁর স্ত্রীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করে। তিনি ওই মন্তব্যের কারণ জানতে চাইলে বখাটেরা উল্টো ধারালো ছুরি দিয়ে হামলা চালিয়ে তাঁকে জখম করে। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বখাটেদের ছুরির আঘাতে তাঁর গলা, কান, হাত, পিঠসহ ছয় স্থানে জখম হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচ বখাটেকে আটক করে আদালতে পাঠায়।
ভোলার ঘটনাটি আমাদের সামাজিক অবক্ষয়ের দিকটিই নতুন করে উন্মোচিত করছে। প্রতিকারহীনভাবে একের পর এক ঘটনা ঘটেই চলেছে।
বর্তমান সময়ে সমাজ-মানসিকতার যে অবনতি হয়েছে, তাতে বখাটেপনা যে এক ধরনের যৌন সন্ত্রাসে রূপ নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অতীতে বখাটেদের হাত থেকে রক্ষা পেতে অনেক মেয়েকেই আত্মহননের পথ বেছে নিতে হয়েছে। কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর প্রতিবাদ হয়, কোথাও কোথাও মানববন্ধন হয়। কিন্তু আবার সেই আগের চেহারায় ফিরে আসে বখাটেরা। ভোলায় বিষয়টি নিয়ে বেশ কয়েকবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বলা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
বখাটেপনা রুখতে দ্রুত বিচার করতে হবে। শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে মনে করি। আমরা আশা করি বখাটেপনা রুখতে সম্ভব সব ব্যবস্থা গ্রহণ করা হবে।