গণতান্ত্রিক আন্দোলন ছাড়া মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় – কমরেড রাজেকুজ্জামান রতন

10
সিলেটে বাসদ ৯নং জোনের রাজনৈতিক শিক্ষা শিবিরে আলোচনাকালে বক্তব্য রাখছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমডের রাজেকুজ্জামান রতন।

গণতান্ত্রিক আন্দোলন ছাড়া গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার এবং ভোটাধিকার কোনাটাই রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিলেটে বাসদ ৯নং জোনের শিক্ষা শিবিরে আলোচনাকালে কমরেড রাজেকুজ্জামান রতন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বাজার দরের সাথে সংগতি রেখে শ্রমিকদের মজুরি পুনঃ নির্ধারণ, কৃষি উৎপাদনের খরচ কমানো, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানান।
কমরেড রতন আরও বলেন, আন্তর্জাতিক বাজারের অজুহাত দেখিয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে পরিবহনভাড়া সহ প্রয়োজনীয় জিনিসপত্র মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে।
তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর এবং নতুন কোন অজুহাতে যেন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো না হয় সেই দাবি জানান।
কমরেড রতন, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টার আন্দোলন শক্তিশালী করার জন্য সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল সমুহের প্রতি আহবান জানান।
সিলেট জিন্দাবাজারস্থ ইমজা মিলনায়তনে সকাল ১১ টাকা থেকে শুরু হওয়া শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাসদ ৯ নং জোনের সমন্বয়ক আবু জাফর।
শিক্ষা শিবিরে আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, মৌলভীবাজার জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা সদস্য নুরুল হুদা চৌধুরী শিবলীসহ সিলেট বিভাগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি