জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু নির্মাণ কাজ শেষ, তবে এপ্রোচ সড়কে ধস

18
জগন্নাথপুরে নব-নির্মিত রাণীগঞ্জ সেতুর একাংশ ও এপ্রোচ সড়কের ধসে যাওয়া ভাঙন।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বপ্নের রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হয়েছে। এখন চলছে শুধু ফিনিশিং ও সৌন্দর্য্য বর্ধনের কাজ। তবে সেতুর এপ্রোচ সড়কের বিভিন্ন স্থানের অংশ ধসে পড়ে ছোট-বড় ভাঙনের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিগত ২০১৮ সালে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতুর নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তবে সেতুর এপ্রোচ সড়ক নির্মাণ কাজ পায় অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে গত ২ দিন আগে রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে।
৭ সেপ্টেম্বর বুধবার সরেজমিনে দেখা যায়, মূল সেতুর কাজ শেষ হওয়ায় ছোট ছোট যানবাহন এপার-ওপার চলাচল করছে। তবে সেতুর কার্পেটিং, লাইটিং, রং করা সহ আনুসাঙ্গিক কাজ দ্রুত চলছে। যদিও এপ্রোচ সড়কে ধসে যাওয়া ভাঙনে কোন কাজ করতে দেখা যায়নি।
এ সময় রাণীগঞ্জ সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ইঞ্জিনিয়ার রাহাত হোসাইন জানান, সেতুর নির্মাণ কাজ শেষ। এখন চলছে আনুসাঙ্গিক কাজ। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে তা শেষ হয়ে যাবে। তবে সেতুর এপ্রোচ নির্মাণকারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। যে কারণে আদৌ ধসে যাওয়া ভাঙনে মেরামত কাজ হবে কি না তা জানা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, সেতুর কাজ শেষ হলেও সড়ক ভাঙনের কারণে এখন যানবাহন করতে পারবে না।