সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নো পলাশ বাজারের সামনে ৪০ টন রড বোঝাই একটি ট্রাক বেইলী ব্রীজে উঠামাত্রই ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি পানিতে পড়ে ২ জন হেলপার নিহত ও ৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
বৃৃহস্পতিবার দুপুর ১টায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ৪০ টন রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলা সদরে যাওয়ার সময় পলাশ ইউনিয়নের পুলেরঘাট এলাকায় বেইলী ব্রীজটিতে উঠামাত্র ব্রীজটি ভেঙ্গে খালের পানিতে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ট্রাকের ২ জন হেলপার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বিশ^ম্ভরপুর থানা পুলিশ ও জেলা শহরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এই ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে কোন যানবাহন ৫ টনের অধিক মালামাল বহনে নিষেধাজ্ঞা থাকলেও সেই নিষেধাজ্ঞা না মানার কারণেই এ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
এ ব্যাপারে বিশ^ম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।