কাজিরবাজার ডেস্ক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে কমিশন গঠনে আইনমন্ত্রীর ঘোষণার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন ক্ষমতায় গিয়ে বিএনপি জিয়া হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে।
এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়া হত্যাকাণ্ডে জড়িত বলে ক্ষমতায় থেকেও কমিশন গঠন করেনি বিএনপি।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যখন ছিলেন তখন কেন কমিশন করলেন না? তাহলে নিশ্চয় আপনাদের মধ্যেও অনেকেই আছেন। জিয়াউর রহমানকে হত্যার পেছনে দূরভিসন্ধিও আছে, চক্রান্তও আছে। তা না হলে কেন কমিশন করলেন না। লাশের কাহিনিও সবাই জানে। আমার প্রশ্নের জবাবে ফখরুল সব সময় নিরুত্তরই থাকেন।
আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এ নেতা বলেন, যখনই আইনমন্ত্রী বললেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্তে কমিশন হবে, সঙ্গে সঙ্গেই বলে কি, জিয়াউর রহমান হত্যার কমিশন হবে। এ কমিশন ক্ষমতায় গেলে হবে, কবে?
কাদের বলেন, মির্জা ফখরুল, আপনাকে সতর্ক করে দিতে চাই। আপনাদের হাতে রক্তের অনেক দাগ। ২১ হাজার আওয়ামী লীগ কর্মী, আহসান উল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, শাহ এ এম এস কিবরিয়া, এদের রক্তে আপনাদের হাত রঞ্জিত।
আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমরা আপনাদের কাউকে হত্যা করিনি। হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের নেত্রী ২০ বার হত্যার টার্গেটে পড়েছেন, কিন্তু খালেদা জিয়াকে কেউ মারতে যায়নি। কাকে অপবাদ দেন?
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আরও বক্তব্য রাখেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরকার রেফাত সঞ্জয়, বাংলাদেশ ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমিন রহমান।