শিবগঞ্জে প্রাণী সুরক্ষা কেন্দ্র ভেট কেয়ার সেন্টার’র উদ্বোধন

5

প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে নগরীতে যাত্রা শুরু করেছে ভেট কেয়ার সেন্টার। শুক্রবার বাদ জুম্মা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নগরীর শিবগঞ্জস্থ লাকড়ীপাড়া রংধনু-১-এ ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন করেন, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারী, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ হাসনাত, প্রাণি সম্পদ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুস্তুম আলীসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
’ভেট কেয়ার সেন্টার’র ব্যাবস্থাপক মুহিবুর রহমানের সভাপতিত্বে, প্রাণি সম্পদ কনসালটেন্ট প্রফেসর ড. এ টি এম এম মাহবুব ই এলাহী ও প্রফেসর ড. সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, সিলেট ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ, পেট এনিম্যাল এসোসিয়েশনের এডভোকেট অরুপ সেন বাপ্পীসহ সিলেটের স্থানীয় খামারীবৃন্দ ও বিভিন্ন ঔষুধ কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি