শীতালং শাহ ও ফুলতলীর মাজার জিয়ারত করে হাফিজ মজুমদারের প্রচারণা শুরু

31

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
সাধক শীতালং শাহ ও প্রখ্যাত আলেম আল্লামা ফুলতলী ছাহেবের মাজার জিয়ারতের করে সিলেট-৫ আসনের জকিগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাবেক এমপি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার। বুধবার দুপুরের দিকে আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার প্রথমে আল্লামা ফুলতলী ছাহেবের ছোট ছেলে মাওলানা হুসাম উদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে ফুলতলী ছাহেবের মাজার জিয়ারত করেন। এরপর বারঠাকুরীতে গিয়ে সাধক শীতালং শাহ মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নৌকা মার্কার প্রচারণা শুরু করেন।
এ সময় তাঁর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী।