দাম বেঁধে দিলে জ্বালানি তেল বিক্রি বন্ধের হুমকি রাশিয়ার

6

কাজিরবাজার ডেস্ক :
যেসব দেশ জ্বালানি তেলের আমদানি মূল্য বেঁধে দেবে সেসব দেশের কাছে তেল বিক্রি করা হবে না বলে জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে।
শুক্রবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, যেসব কোম্পানি মূল্য নির্ধারণ করে দেবে তারা রাশিয়ার তেল পাওয়া কোম্পানির তালিকায় থাকবে না।
আগের দিন বৃহস্পতিবার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাকও একই কথা বলেছিলেন।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অস্থির হয়ে পড়েছে জ্বালানি তেলের বাজার। বিশেষত ইউরোপের কিছু দেশে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে জ্বালানির মূল্য।
ইউরোপে জ্বালানি তেলের চাহিদা সিংহভাগ মেটায় রাশিয়া। যুদ্ধের ফলে তাদের ওপর প্রভাব পড়ছে সবচেয়ে বেশি।
এমন অবস্থায় বিষয়টি স্থিতিশীল রাখতে রাশিয়ার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন। যেন রাশিয়া জ্বালানির উচ্চ মূল্যের কারণে বেশি লাভ না করতে পারে।
আগামী ১৪ সেপ্টেম্বর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন মূল্য নির্ধারণ করে দেওয়া নিয়ে একটি বৈঠক করবেন। তা ছাড়া ইউরোপের জ্বালানি মন্ত্রীরাও জরুরি বৈঠকে বসবেন।